বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে চকছে জীবাণুনাশ স্প্রে কর্মসূচি। উক্ত কর্মসূচির আবারও সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল শনিবার (৩০ মে) রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৯মে) স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলার সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয় দেশটির সরকার। কেবল খাদ্য, মেডিসিনের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে দুবাই জীবাণুনাশক স্প্রে কর্মসূচির সময় অপরিবর্তিত, রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।
সুপারমার্কেট, গ্রোসারি, ফার্মেসি ২৪ ঘন্টার পার্মিট থাকলে তা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।