বাংলা এক্সপ্রেস ডেস্কঃ ঢাকা জেলা ও ঢাকা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কমেছে। তবে চট্টগ্রাম অঞ্চলে এই হার বেড়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। তবে ঢাকা অঞ্চলেই করোনা রোগী শনাক্তের হার বেশি ছিল। শুক্রবার (১৫ মে) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনাক্ত হওয়াদের মধ্যে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের মধ্যে শতকরা হার কমেছে, এ হার বর্তমানে ৮০ শতাংশের নিচে নেমেছে।
তিনি জানান, ঢাকা শহর এবং ঢাকার বিভিন্ন জেলা মিলিয়ে ঢাকা বিভাগে এখন সর্বশেষ তথ্যানুযায়ী শনাক্তের হার ৭৯ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে আবার ঢাকা সিটিতে ৫৮ দশমিক ১১ শতাংশ এবং ঢাকার বিভিন্ন জেলার মধ্যে ২১ দশমিক ৪৩ শতাংশ। তবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে শনাক্ত হওয়া রোগীর হার নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি।
তবে চট্টগ্রাম বিভাগে রোগী শনাক্তের হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী চট্টগ্রাম বিভাগে আট দশমিক ৪৭ শতাংশ রোগী শনাক্ত হচ্ছে।
শনাক্তের হার অনুযায়ী এরপর ময়মনসিংহে তিন দশমিক ৫০ শতাংশ, রংপুরে দুই দশমিক ৫৩ শতাংশ, সিলেটে এক দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে এক দশমিক ৩৯ শতাংশ এবং বরিশালে এক দশমিক ১০ শতাংশ রোগী শনাক্ত পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।