আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম,চট্টগ্রামেরর লোহাগাড়ায় টিলা ও কৃষি জমির টপসয়েল কাটায় পৃথক অভিযান চালিয়ে চার মামলায় ৯ লাখ ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এতথ্য জানিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। অভিযানে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র জামাল উদ্দিনকে ৪ লাখ টাকা, চরম্বা নাছির মোহাম্মদ পাড়ার আবদুল খালেকের স্ত্রী ছেনুয়ারা বেগমকে ৫০ হাজার টাকা, আমিরাবাদ ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র ইয়াসিন আরাফাতকে ৪ লাখ টাকা ও পদুয়া ইউনিয়নের হিন্দু পাড়ার মৃত সুকুমার দাশের পুত্র নিখিল দাশ বাবুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত বৃহস্পতিবার রাতে চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিয়ার পাড়া, ২নং ওয়ার্ডের বাইয়ার পাড়া ও ৫নং ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও টিলা কাটায় ৩ মামলায় ৮ লাখ ৫০ হাজার টাকা এবং গত শুক্রবার রাতে পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় এক মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা সার্বিক সহযোগিতা করেন।