আব্দুল ওয়াহাব,লোহাগাড়া চট্টগ্রাম: আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সমর্থনে চরম্বায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় চরম্বা মাইজবিলা ব্যবসায়ী আব্দুল জব্বার চৌধুরীর আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায়, সভাপতিত্ব করেন চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম কাদের।
চরম্বা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃবেলাল উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নরশেদুল আলম চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মাষ্টার শফিকুর রহমান,সাধারণ সম্পাদক আছহাব উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরম্বা ৭নং ওয়ার্ড এর ইউপি সদস্য জয়নাল আবেদীন,৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দু শুক্কর,৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মনির হোসাইন, চরম্বা ইউনিয়ন তাঁতী লীগে এর সাবেক সভাপতি মোহাম্মাদ এনাম,চরম্বা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি,আব্দুল কাশেম। ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।