লেবাননে ছিনতাইকারীদের গুলিতে নুরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন।
শনিবার সকালে দেশটির জুনি জেলার তাবারজা হাইওয়ে রোডে সাবরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলামকে স্থানীয় একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত না বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় বাংলাদেশিরা জানায়, প্রতিদিনের মতো নুরুল ইসলাম মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাওয়ার সময় তাবারজা হাইওয়ে রোডে দুজন ছিনতাইকারী তার পথ অবরোধ করে।
ছিনতাইকারীরা তার মটরসাইকেল, মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে চাইলে নুরুল ইসলাম বাঁধা দেন। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারিরা তাকে গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ছুটে এসে মূমুর্ষ নুরুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
নুরুল ইসলামের গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লেবানন পুলিশ প্রশাসনকে ঘটনাটি তাৎক্ষনিক জানানো হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে।