দল নিরপেক্ষ মন্ত্রিসভা গঠনে নিজের উদ্যোগ বাধাগ্রস্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী মুস্তফা আদিব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বিরোধের জেরে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) এক টেলিভিশন ভাষণে আদিব বলেন, সরকার গঠনের কাজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ’ মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় মাত্র এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার। ৩১ আগস্ট পার্লামেন্টে অনুষ্ঠিত নতুন ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান জার্মানিতে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত মুস্তফা আদিব।