দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল সামি এ ঘোষণা দেন। আনুষ্ঠানিক ঘোষণায় আল সামি বলেন, লেবানন রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ দেউলিয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকও। ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা এখন জনগণের ক্ষতির মাত্রা কমাতে চাই। তিনি আরো জানান, লোকসানের পরিমান রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেয়া হবে। তবে কত শতাংশ হারে এ বন্টন হবে তার কোনো নির্ধারিত পরিমাণ নেই।
২০১৯ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে লেবানন।যার মধ্যে ছিল মুদ্রার চরম অবমূল্যায়ন।লেবাননের মুদ্রার প্রায় ৯০ শতাংশ অবনমন হয়। এ সময়ের পর থেকে দেশটির ৭৫ শতাংশ মানুষ দারিদ্রে প্রবেশ করেন।
আজ থেকে লেবাননের কোন সাধারণ জনগণ চাইলেই ব্যাংকে জমানো নিজের টাকা ইচ্ছামত উত্তোলন করতে পারবেননা। কারণ ব্যাংক থেকে টাকা তোলার ব্যবস্থা সবার জন্য উন্মুক্ত রাখা হচ্ছেনা।