![InShot_20221012_155812882](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221012_155812882-scaled.jpg)
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানের কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লি: এর লীজ প্রাপ্ত জমিতে অবৈধ অনুপ্রবেশকারী, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক জোরপূর্বক স্থাপনা নির্মাণ, লেবার শেড ও টেপার শেড ভাংচুর, ১২ হাজারেরও বেশি রাবার গাছ কেটে ফেলা, কর্মকর্তা/কর্মচারীদের প্রাণ নাশের হুমকি এবং মিথ্যা মামলার প্রতিবাদে সোমবার (১০ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লি: এর চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জম হোসেন বলেন, তৎকালীন বান্দরবান জেলা প্রশাসকের নিকট হতে রাবার বাগান করার জন্য ১৬শত একর জায়গা আমরা লীজ গ্রহণ করি। তখন থেকে আমরা শান্তিপূর্ণভাবে রাবার বাগান পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি সময়ে তৃতীয় একটি পক্ষের ইন্দনে স্থানীয় কিছু ট্রাইবাল জনগোষ্ঠীর মাধ্যমে আমাদের লীজকৃত জায়গা জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমাদেরকে বিভিন্ন হুমকি, ধুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। তাই সুষ্ঠু বিচারের মাধ্যমে জবর দখলকৃত জায়গা উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক, জহিরুল ইসলাম, পিডি কামাল উদ্দিন, এফডি শাহ করিমুল হক, পরিচালক ইফতেখার আলম মজুমদার, বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির প্রেসিডেন্ট হারুন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বান্দরবান জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।