৯ বছর আগে ডেনমার্ক থেকে একজন ফুটবলার এলেন। মাতৃভূমির টানে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তার। কিন্তু শুরুতে ঢাকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি তিনি। ব্রাদার্স ইউনিয়নের মাঠে ট্রায়াল দিতে এসে তো পানি শূন্যতায় কাহিল! শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল ডেনমার্কে। তবে দমে যাননি, ঠিক একবছর পর দৃঢসংকল্প নিয়ে ফিরে এসে শুধু লাল-সবুজ জার্সি গায়ে জড়াননি, এখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, বলা হচ্ছে জামাল ভূঁইয়ার কথা।
২০১৩ সালের ৩১ আগস্ট জাতীয় দলে অভিষেক তার। খেলেছেন ৪৪ ম্যাচ। সাত বছরের পরিক্রমায় এখন বাংলাদেশ দলের অধিনায়কত্বও তার কাঁধে।
বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’ও তিনি। শুধু মাঠের পারফরম্যান্সই নয়, জামাল নিজেকে ক্রমেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। স্প্যানিশ ফুটবলের সেরা আকর্ষণ লা লিগায় দক্ষিণ এশিয়া বিভাগে বিশ্লেষক হিসেবে কাজ করছেন দুই মৌসুম ধরে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে লা লিগায় বিশ্লেষণ করতে পেরে জামাল নিজেও বেশ খুশি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লা লিগায় বিশ্লেষক হিসেবে থাকতে পেরে ভালো লাগছে। গত বছর ছিলাম। এবারও আছি। বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে থাকতে পেরে নিজের কাছে ভালো লাগছে।’
জামালের সতীর্থ ও কোচরাও কম খুশি নন। দুই বছর ধরে জাতীয় দলের কোচ জেমি ডে। এই ইংলিশ কোচের অধীনে জামাল পেয়েছেন অধিনায়কত্ব। জামাল সম্পর্কে ডে বললেন, ‘এটা জামালের জন্য ভালো দিক। জামালের যেমন চারদিকে নামডাক হচ্ছে, তেমনি তার মাধ্যমে বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে। বলতে পারেন জামালের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের কথা অন্যভাবে জানতে পারছে।’
২০১১ সালে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর মাধ্যমে জামালের ঢাকা আসা, ট্রায়ালে অংশগ্রহণ। সেই টিটু জামালের লা লিগা বিশ্লেষক হিসেবে কাজ করাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন, ‘জামালের পরিশ্রম তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। শুরুতে যা দেখেছিলাম তা থেকে ও নিজের আরও উন্নতি করেছে। অধিনায়ক হওয়াতে চারদিকে ওর নামডাকও ছড়িয়ে পড়েছে। এছাড়া ও চেষ্টা করেছে। চেষ্টার সফলতা হিসেবে লা লিগায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।’
জাতীয় দলের অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার কথায়, ‘আমাদের অধিনায়ক লা লিগা বিশ্লেষণ করছে। এটা আমাদের তথা পুরো বাংলাদেশের ফুটবলের জন্য ভালো দিক। ওর চেষ্টাই ওকে এই পর্যন্ত নিয়ে এসেছে।’
আসলেই তাই। বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ ম্যাচে জো মরিসনের সঙ্গে মেসি-বেনজেমাদের খেলার বিশ্লেষণ করা তো চাট্টিখানি কথা নয়!