তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচলের বিপত্তির সৃষ্টিতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক রেল চলাচল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বনের ভেতরে রেল লাইনের উপর একটি বড় গাছ পড়ে যায়। এতে সিলেটগামী দুটি আন্তঃনগর ট্রেন চলাচল আটকা পড়ে। রাত সাড়ে ৮টা পর্যন্ত বন বিভাগের ও রেলওয়ে কর্মীদের পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরানোর কাজ করতে দেখা গেছে।
এই বিষয়টি নিশ্চিত করে বলেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘সন্ধ্যায় খবর আসে লাউয়াছড়ার ভেতরে রেললাইনে উপর গাছ পড়েছে। পরে বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়’। নিউজ লেখা পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে
Drop your comments: