জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেলচালক সুজন বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের অনুকূল বিশ্বাসের ছেলে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুজন বিশ্বাস খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় কাটাখালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্যাংক লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে যায়।
Drop your comments: