করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক বিধিনিষেধ প্রজ্ঞাপন আকারে জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এক সপ্তাহের জন্য দেশের সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
তবে কেবল বন্দর সংশ্লিষ্ট যেমন স্থলবন্দর সমুদ্র বন্দর ও কাস্টমস এর সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। সোমবার (১২ এপ্রিল) এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা বন্দর শাখাগুলো। তিনি বলেন, বাংলাদেশে কার্যরত বিদেশে ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর খোলা রাখা যাবে রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো।
অবশ্য আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের মধ্যেও শিল্প কারখানা চলবে।