র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, ‘তারা নিজেদের দেশে স্বীকৃত খুনিদের স্থান দেয়, আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়।’
র্যাব ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের সদর দফতরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জানি না, আমাদের দেশের সাফল্যের কারণে এরা কোনো দুঃখ পেয়েছে কি না, কিন্তু, বাংলাদেশ যে এ ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, এটা হলো সত্য। আর, সে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।’
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সাফল্যের প্রশংসা করেন সরকার প্রধান। বলেন, ‘আমাদের দেশে একটাই ঘটনা ঘটেছিল, সেটা হলো হলি আর্টিজানের। এরপর আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি এ কারণে যে, র্যাবসহ আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর ছিল। এবং আগেভাগেই এদের অপকর্মগুলো ধরে ফেলার কারণে আমরা এ বিষয়ে অনেক সাফল্য অর্জন করি। আমি র্যাবকে এ জন্য ধন্যবাদ জানাই।’
এ সময় সুস্থ সমাজব্যবস্থা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।