অদ্য ১৪/০২/২০২১খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:২০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন ২ নং নবাবপুর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০২ (্একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়া গত ১৩/০২/২০২১খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ইব্রাহিম নগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে নগদ- ৪,৯০০/- (চার হাজার নয়শত) উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলমগীর (৫০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।