গত ২৬/১২/২০২০ খ্রিঃ তারিখ অনুমানিক ১৭.২৫ ঘটিকার সময় র্যাব- ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ আনিস (৩০), পিতা-ইউনুস হাওলাদার, সাং-কাউনিয়া, সিকাদার বাড়ী, পোঃ ও থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী। এসময় তার নিকট হতে নগদ ২০০/- (দুইশত) টাকা জব্দ করা হয়।
একই তারিখ আনুমানিক ১৯.৫০ ঘটিকায় সিপিসি-২, র্যাব- ১০ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে¡ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পুরিয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাসুম রেজা (৩৫), পিতা-মৃত আঃ সালাম, সাং-সমসপুর, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।