গত ২৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ অনুমান ১৮.২০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েব এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে ০৫ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২৪), পিতা- মৃত কাশেম, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা- মৃত মনির হোসেন, সাং- পূর্ব ইসদার, বুুড়ির দোকান, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ মারুফ হোসেন (২৫), পিতা- মোঃ আঃ হানিফ, সাং- ভাবকি, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, ৪। মোঃ রাজিব হোসেন (১৯), পিতা- মোঃ মানিক মিয়া, সাং- শরিফাবাদ,থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর (২১), ৫। মোঃ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আঃ জলিল, মাতা- মোছাঃ সেলিনা বেগম, সাং- অজ্ঞাত, থানা- হোমনা, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩ টি চাপাতি ও ০২ টি চাকু জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।