গত ১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৯:৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন বালুরমাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফজলুর রহমান (৪৫), থানা- বোয়ালমারী, ২। মোঃ কাজল মিয়া (৪২), থানা- কোতয়ালী, জেলা- ময়মনসিংহ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ২,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ শ্যামপুর থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।