সাতক্ষীরায় অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছেন একজন। আটক জিল্লুর রহমান জীবন (২৬) দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এবং সাবেক যুগ্ম সম্পাদক। অভিযুক্তের কাছে অস্ত্র আছে, এমন খবর পেয়ে র্যাবের একটি গোয়েন্দা দল কৌশলে তাকে আটক করে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) র্যাব জানায়, ছাত্রলীগ নেতা জীবনের কাছে তারা অস্ত্রটি কেনার প্রস্তাব দেয়। বিভিন্ন সময় বিক্রি করতে গিয়ে মত পরিবর্তন করলেও শেষপর্যন্ত র্যাবের জালে ধরা দেন তিনি। তাদের কাছে বিক্রি করার জন্য একটি বিদেশি পিস্তল নিয়ে যান জীবন। তখন র্যাব তাকে হাতেনাতে আটক করে।
আটক ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হওয়ার কথা জানিয়েছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
Drop your comments: