কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৪৫২ পিস ইয়াবা ও অর্ধগ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
জানা গেছে,রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ধনারচর এলাকা থেকে আজাদ মিয়া (৩৯) ও আবুল কামাল ওরফে ল্যাংরা কামাল (৩৮)কে ৪৫২ পিস ইয়াবা, অর্ধগ্রাম হেরোইন ও একটি পালসার মোটরসাইকেলসহ আটক করে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার(৮ জুন) রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Drop your comments: