কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা করার জন্য ৩০৪ কোটি টাকা (৩ কোটি ২০ লাখ ইউরো) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (২ জুলাই) ইইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০৪ কোটি টাকার মধ্যে ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবিলায় এবং বাকি ১৯০ কোটি টাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে মৌলিক শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিছন্নতা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউ’র প্রতিটি বরাদ্দের মধ্যে নারীর সুরক্ষা, যৌন নিপীড়ন থেকে রক্ষা ও মানসিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।।এই অর্থ জাতিসংঘ শরণার্থী সংস্থা, ইউনিসেফ এবং ইউএন-ওপিএসের (অপারেশন্স) মাধ্যমে ব্যয় করা হবে।
Drop your comments: