তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের দক্ষিণ টেংরা গ্রামের কৃষক ছাদ উল্ল্যাহ। তিন একর জমিতে লাগিয়েছেন রোপা আমন। জমিতে ধানও হয়েছে অনেক লম্বা ও বড় গুছির। কিন্ত হঠাৎ করে তার বেশির ভাগ জমির ধান হলুদ পাতা হয়ে যাচ্ছে।
শুধু রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন নয়।
মৌলভীবাজার জেলার সাত উপজেলায় অধিকাংশ রোপা আমন জমির একই অবস্থা। কেউ বলতে পারছে না কেনো এমন হচ্ছে। এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে হাজার হাজার কৃষকের কপালে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, চলতি বছর হাকালুকি কাউয়াদিঘী ও হাইল হাওরসহ জেলার ৩টি বড় হাওর এবং সমতল ভূমি মিলে এক লাখ ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক (ডিডি) শামসুদ্দিন আহমেদ গনমাধ্যম কর্মীকে জানান, বর্তমানে রোপা আমন ধানের পাতা হলুদ বর্ণ ধারণের বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এই সমস্যা মুলত কৃষকদের গাফিলতির কারণে।
তিনি বলেন, ধান রোপণ করার সময় জমিতে প্রয়োজনীয় ত্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং মিউর্যাট অব পটাশ (এমওপি) সার প্রয়োগ করা হয়নি। ফলে ধানের জমিতে অনেক প্রয়োজনীয় উপদানের ঘাটতি রয়েছে। তাই ধান লালচে-ধূসর বর্ণ ধারণ করছে। এখন কুইক ফসফেটসহ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতো সার ও ওষুধ স্প্রে করলে ধানের পাতা আবার কালো হয়ে আসবে বলে তিনি জানান।