পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৬ কোটি টাকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
ছুটির আমেজে থাকা রোনালদো স্পেনের মায়োরকাতে পরিবারের সঙ্গে আবকাশ যাপন করছেন। আর সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে রোনালেদোর গাড়ি।
কেউ হতাহতের শিকার হননি। গাড়ির ভেতর ছিলেন না রোনাল্ডো।
গাড়িটি নিয়ে চালক স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। দেওয়ালটিও ভেঙে পড়ে। গাড়ির সামনের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোনালদো ও বা তার পরিবারের কেউ গাড়িতে ছিলেন না।
রোনালদোর কয়েকজন প্রতিনিধি গিয়ে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ালটি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Drop your comments: