করোনা ধাক্কা কাটিয়ে ইতিমধ্যে মাঠে গড়িয়েছে বুন্দেসলিগা। ফাঁকা গ্যালারিতে হচ্ছে জার্মান লিগ। আর রুদ্ধদ্বার স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা শুরু করার কথা জানানো হয়েছে। সিরি-এ’র ক্ষেত্রেও একই ঘোষণা দেয়া হয়েছে। দরজা বন্ধ ভেন্যুতেই হবে খেলা। তবে অচিরেই ছবিটা বদলাতে পারে। ইতালিয়ান ফুটবল লিগে আগামী মাসেই গ্যালারিতে অল্পসংখ্যক দর্শক সমাগমের অনুমতি দেয়া হতে পারে।
সমর্থক ছাড়া খেলতে নামা খেলোয়াড়দের কাছে মোটেও উৎসাহব্যঞ্জক নয়। সেই কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইতালিয়ান ফুটবল সংস্থা। যেন সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে কিছু দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেয়া হয়।
আগামী ২০ জুন থেকে শুরু হবে সিরি এ’র বাকি ম্যাচগুলো। এর আগে ৪০ পাতার নির্দেশিকা জারি করে ম্যাচ আয়োজনের নতুন নিয়মের কথা জানিয়েছে ইতালিয়ান ফুটবল সংস্থা। বর্তমান নিয়মে ম্যাচের সময় দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিক মিলিয়ে ৩০০ জনের বেশি মানুষ মাঠে থাকতে পারবেন না।
তবে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর, পরবর্তী বৈঠকেই ইতালিয়ান ফুটবল সংস্থা দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেয়ার বিষয়ে আলোচনা করবে।
এ প্রসঙ্গে ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাবিন্দা বলেন, বিষয়টা (দর্শক সমাগম) আমি মন থেকে চাইছি। এক স্টেডিয়ামে ৬০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারে। সেখানে কিছু ফুটবলপ্রেমীও তা প্রত্যক্ষভাবে উপভোগ করতে পারবেন না- এটা মেনে নেয়া কঠিন।
সুতরাং, সব ঠিক থাকলে আবার মাঠে গিয়ে রোনাল্ডোদের খেলা দেখতে পারবেন ইতালিয়ান ফুটবল সমর্থকরা। তাদের পরিকল্পনা সফল হলে বাকি টুর্নামেন্টগুলোতেও সেই নীতি অনুসরণ করা হতে পারে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস