নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ভলন্টারী অর্গানাইজেশন রোটারী ইন্টারন্যাশনালের সিলেট মেট্রোপলিটনের প্রেসিডেন্ট মনোনীত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান।
আজ বুধবার (১ জুলাই) স্থানীয় অভিজাত হোটেলে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন আব্দুল বাছিত।
করোনার কারণে সীমিত আকারে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের জেলা গভর্ণর ড.বিলাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিজিডি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি আহমদ রেজাউল করিম জুবায়ের, এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি ফরিদ উদ্দিন রিয়াদ, এডিশনাল লে.গভর্নর পিপি ড. তোফায়েল আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জোনাল করডিনেটের ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মু কবির উদ্দিন, পিপি আজিজুর রহমান, সাইফুর রহমান, ইকবাল হোসাইন, রেজাউল করিম ও রোটারিয়ান আসাদুজ্জামান রনি।
রোটারি ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। বিশ্বের প্রায় ২০০ টি দেশে ১২ লক্ষ রোটারিয়ান মানবতার কল্যানে কাজ করছে। বাংলাদেশে দুটি অংশে বিভক্ত হয়ে এই কাজ পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও রোটারি ক্লাবের বিভিন্ন তৎপরতা লক্ষ্যণীয়।
রেহান উদ্দিন রায়হান ইতিমধ্যে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের দুই বারের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ বোর্ডের বিভিন্ন পদে কাজ করেছেন। বর্তমানে ক্লাব প্রেসিডেন্টের পাশাপাশি সিলেটের প্রায় ৪০ ক্লাবের সমন্বয়ে সিলেট রোটারি ক্লাব প্রেসিডেন্টদের নিয়ে গঠিত প্রেসিডেন্ট ফোরামের ও চেয়ারম্যান নির্বাচিত হোন।