নিউজ ডেস্কঃ রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের এর উদ্যোগে ভার্চুয়াল মেম্বারশিপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ আগস্ট) ক্লাব প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় মেম্বারশিপ সেমিনারের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পিপি এম নুরুল হক সোহেল।সেমিনারে মুখ্য আলোচক ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী। সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ড বেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আর আর এফ সি পিডিজি ড মীর আনিসুজ্জামান ও পিডিজি আব্দুল আহাদ।
সেমিনারে বক্তারা বলেন, ‘রোটারিতে মেম্বারশীপ বাড়াতে হবে, তবে তার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক সেক্রেটারি পিপি আহমেদ রেজাউল করিম জুবায়ের, ট্রেইনার প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, ট্রেইনার।আসাদুজ্জামান সায়েম, ইয়াকুতুল গনি ওসমানী, হাসিনা আক্তার লিপি, এসিস্ট্যান্ট গভর্নর ফাহিম চৌধুরী প্রমুখ। এছাড়া সিনিয়র রোটারি লিডারদের মধ্যে শহীদুল্লাহ চৌধুরী, রেজাউল করিম, মু ফারুক আহমদ, সৈয়দ তারেক, সফিকুল ইসলাম শামীম, নজির আহমেদ আজাদ, কাজী মঈনুল ইসলাম হেলাল, আজিজুর রহমান, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, আব্দুল মতিন সহ ডিস্ট্রিকের অনেক এসিস্ট্যান্ট গভর্নর, ডেপুটি গভর্নর, ক্লাব প্রেসিডেন্ট ও বিপুল সংখ্যক রোটারিয়ানবৃন্দ অংশ গ্রহন করেন।
মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন আসাদুজ্জামান রনি ও রোটারি ইনভোকেশনে লিড দেন কুশিয়ারা জোনের জোনাল কো অর্ডিনেটর মুহাম্মদ কবির উদ্দিন।