নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল ০৮ নভেম্বর মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ থানা হল রুমে আয়েজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন, মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মকবুল হোসেন, সাংবাদিক আলম হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওমর ফারুক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের অন্যান্য শ্রেণি পেশার মানুষ। এসময় বক্তৃারা মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, নির্যাতনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।