বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে রিকশা ও অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় এ সংঘর্ষ হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে আসছিল অ্যাম্বুলেন্সটি। সে সময় পিরোজপুরগামী ট্রাক দ্রুতগতিতে রিকশাকে চাপা দিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স ও রিকশাটি সড়কের দুই পাশে ছিটকে খাদে পড়ে। ঘটনাস্থলে রিকশাযাত্রী দেলোয়ার হোসেন এবং বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে লুৎফর সরদার (৫৫) নামে রিকশাচালকের মৃত্যু হয়। লুৎফর বাগেরহাটের কচুয়া উপজেলার দোবারিয়া গ্রামের তৈয়ব সরদারের ছেলে। এ ছাড়া রিকশার এক আরোহী, অ্যাম্বুলেন্স থাকা এক রোগী ও তার বোন গুরুতর আহত হন। অ্যাম্বুলেন্সের যাত্রীদের খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তাদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। আহত রিকশার যাত্রী শুকুর ওরফে রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়।
এদিকে, ট্রাকটি রাস্তার ওপর রেখেই চালক পালিয়ে গেলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় বাগেরহাট পিরোজপুর মহাসড়ক যানজটমুক্ত হয়।
