সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে আইন করা হচ্ছে বলে মন্তব্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাংবাদিকরা যেন সত্য কথা বলতে না পারে, সে জন্যই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন করা হচ্ছে।’
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিল-২০২১ উপলক্ষ্যে শনিবার আয়োজিত সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
‘আওয়ামী লীগ এক যুগে দেশের আত্মাকে ভাগ করে দিয়েছে’ উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাঁচতে হলে এদেরকে সরাতে হবে, এর কোনো বিকল্প নেই৷ আর এ সরকারকে সরাতে হলে অবশ্যই ঐক্য তৈরি করতে হবে। আমরা জাতীয়ভাবে চেষ্টা করছি—এ সরকারকে সরাতে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জানি, সব সাংবাদিকরা এ সরকারের সঙ্গে ঐক্যমত পোষণ করেন না, তাঁরা কষ্টে আছেন।’ তিনি বলেন, ‘এ রাষ্ট্র আমাদের, সমাজ আমাদের। সেই রাষ্ট্র-সমাজকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এক যুগে দেশকে ফোকলা করে দিয়েছে। এখন চায়ের দোকানে দুটো বেঞ্চ আলাদা, একটা আওয়ামী লীগের, অন্যটা বিএনপির। এ বিভাজন তৈরি করেছে আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘আমাদের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন—আওয়ামী লীগ সব পারে, শুধু পারে না পুরুষকে নারী করতে, আর নারীকে পুরুষ করতে। এখনও আওয়ামী লীগ সব করছে, সব পারছে তাঁরা।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াইয়ের ভাইকে দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ পত্রিকায় নিউজ হয়েছে—কেন প্রধানমন্ত্রীর সাবেক বেয়াইকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমার মনে হয়, এ নিউজের পর তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে।’
মির্জা আলমগীর বলেন, ‘আওয়ামী লীগেরও বিচার হবে, আর সে বিচার হবে রাষ্ট্র ধ্বংসের জন্য। রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।’