পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের সীমানায় ও রাষ্ট্রের কোথাও কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পাশাপাশি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও সব নাগরিককে সর্বোচ্চ সেবা দেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে চার কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের সব মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।
পরে আইজিপি বেনজীর আহমেদ ফিতা কেটে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন এবং ভবন পরিদর্শন করেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।