![InShot_20230414_094150119](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/04/InShot_20230414_094150119.jpg)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুই মেয়াদে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন জানান।
এছাড়া জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান স্পিকার।
সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।’
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও স্পিকার সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধূরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল-মাহমুদ স্বপন ও সংশ্লিষ্ট সচিবরা।