রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও তিন নির্বাচন কমিশনার। সোমবার (১৯ জুন) দুপুরে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বঙ্গভবনে দেখা করতে যান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের এ সাক্ষাতে ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিট তারা বঙ্গভবনে ছিলেন তারা। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করায় এ সময় উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্বগ্রহণের পর এটিই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের পর আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ।
Drop your comments: