করোনা লকডাউন শিথিল করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বিশ্বের বেশ কয়েকটি দেশ। করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ তুলে নিচ্ছে তারা। খুলে দিচ্ছে দোকানপাট ও শিল্প-কারখানা।
এএফপি জানিয়েছে, ৯ সপ্তাহ পর রাশিয়ার রাজধানী মস্কোয় করোনাভাইরাস মোকাবেলায় নেয়া কঠোর পদক্ষেপগুলো শিথিল করা হয়েছে। সোমবার থেকে খুলে দেয়া হয়েছে শপিং মল ও পার্কসমূহ।
যদিও সংক্রমণের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও দেশটিতে শনাক্ত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ।
‘দেশ সংক্রমণের সর্বোচ্চ চূড়া পার হয়েছে’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন ঘোষণার পর এক কোটি ২০ লাখ লোকের শহর মস্কোয় নিষেধাজ্ঞাগুলো শিথিল করার উদ্যোগ নেয়া হল।
গত ৩০ মার্চ লকডাউন ঘোষণা করা হয় এখানে। লকডাউন শিথিলের উদ্যাগ প্রসঙ্গে মস্কোর মেয়র সার্গেই সবিয়ানিন বলেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত হাঁটার অনুমোদন দেয়া হয়েছে।
অবশ্য সপ্তাহে তিনবারের বেশি কেউ এ সুযোগ পাবে না। তবে অবশ্যই তাদের মাস্ক পরতে হবে।