করোনাভাইরাসের বিরুদ্ধে রাশিয়ার প্রথম ভ্যাকসিন প্রস্তুত বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির সরকার।
মস্কোর প্রথম ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ বলেন, স্বেচ্ছাসেবীদের দুটি গ্রুপের ওপর প্রাথমিকভাবে পরীক্ষা চালিয়ে সফলতা পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে ইমিউনিটি সিস্টেম তৈরি হয়েছে।
এআইএফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ বলেন, ব্যতিক্রম ছাড়া সব স্বেচ্ছাসেবীদের ছাড়া হয়েছ, তাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে এবং তারা ভালো অনুভব করছেন। সুতরাং, করোনভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে প্রথম ঘরোয়া ভ্যাকসিন প্রস্তুত।
তিনি বলেন, ভ্যাকসিনটি গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রধান সামরিক ক্লিনিক্যাল বারডেনকো হাসপাতাল যৌথভাবে তৈরি করেছে।
সালিকভ আরও যোগ করেন, রুশ সামরিক বাহিনীর ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সম্ভাবনা এবং বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। উদাহরণস্বরূপ ইবোলা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে অবদানের কথা উল্লেখ করেন।
সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু বলছে, আগস্ট মাসে করোনার বিরুদ্ধে ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনে যেতে পারে রাশিয়ান কোম্পানি।