বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, মাদক কারবারি ও ওয়ারেন্টি আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সোমবার (৭ আগষ্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ রশিদ মোল্লার ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আজিজুল হক মোল্লা, ওয়ারেন্টি আসামি খেজুমহল গ্রামের জান উদ্দিন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার ও ফারুক হাওলাদারের ছেলে ছবদার হাওলাদার, কাস্টবাড়িয়া গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে মোঃ আফছার উদ্দিন এবং মাদক সহ শ্রীরম্ভা গ্রামের মোঃ মান্নান গাজী ছেলে মোঃ মুজাহিদ গাজী(৪০)।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, যে কোন মূল্যে রামপালকে মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ ছাড়াও প্রতিদিনের রুটিন ওয়ার্কে দন্ডপ্রাপ্তসহ ওয়ারেন্টি আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।