বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) আটক তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ও জেল হাজতে প্রেরনের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
আটককৃত মাদক কারবারিরা হলেন- শওকত মল্লিকের ছেলে সবুজ মল্লিক(২১), শহিদুল ইসলামের ছেলে শেখ বাঁধন(১৯) ও মৃত এয়াকুব আলী তরফদারের ছেলে অহেদ আলী তরফদার ছুটে(৪৯)। আটক সকল আসামির বাড়ি উপজেলার বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামে।
ওসি সোমেন দাস জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামের হালদার বাড়ি ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।