আগামী ৬ থেকে ১২ জানুয়ারি ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এশিয়ার যুবাদের সবচেয়ে বড় প্রতিযোগিতা জুনিয়র এএইচএফ কাপ। এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দল। এজন্য আজ বুধবার রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি অনূর্ধ্ব-২১ দলের অংশগ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নিয়ে কথা বলেছেন কোচ মামুনুর রশিদ। তিনি বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’
টুর্নামেন্টে ৮ দেশ অংশ নেবে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, হংকং চায়না ও উজবেকিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য ৪ দেশ- চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক ওমান।
বাংলাদেশ উদ্বোধনী ম্যাচ আগামী ৬ জানুয়ারি, প্রতিপক্ষ হংকং চায়না। পরের দুই ম্যাচে ৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ও ৯ জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।
বাংলাদেশ এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন। ২০১৪ সালে ঘরের মাঠে বাংলাদেশের যুবারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।