![IMG_20200615_153534.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200615_153534.jpg)
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতালে রাতভর চেষ্টা করেও ভর্তি হতে পারেননি সিরাজুল ইসলাম মল্লিক (৪৮)। গতকাল রোববার ভোর ৬টার দিকে ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। সিরাজুল ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
জানা গেছে, মিরপুরের বাসিন্দা সিরাজুল ৮/৯ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শনিবার রাতে হঠাৎ তার পেটে সমস্যা দেখা দেয়। এরপর সারারাত মিরপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও সফল হননি তার পরিবার। সবশেষ ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মারা যান সিরাজুল।
ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম বলেন, সারারাত ঘুরেও মিরপুরের কোনো বেসরকারি হাসপাতালে সিরাজুলকে ভর্তি করাতে পারেনি তার পরিবার। শেষ পর্যন্ত অ?্যাম্বুলেন্সেই করুণ মৃত্যু হয় আমাদের এই সহকর্মীর। আমরা তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।
তিনি আরও বলেন, আইনজীবী সিরাজুলের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি ২০১২ সালে সনদপ্রাপ্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার চানতা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।