কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নীলেরকুটি চওড়া গ্রামে গত ২জুন রাতে বাশারত উল্লার কন্যা বিউটি বেগম(২৫)কে তার স্বামী হাবিবুর রহমান(২৮) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
জানা গেছে,গত ৬বছর আগে ওই এলাকার বিউটি বেগমের সাথে পার্শবর্তী বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আঃ মতিনের হাফেজ পুত্র হাবিবুর রহমান(২৮) এর সাথে বিবাহ হয়।গত ১৫ রমজান হাবিবুরের নির্যাতনে বিউটি বেগম আহত হয়ে বাবার বাড়িতে যায়। এরই জের ধরে গত ২জুন রাতে বিউটি বেগমকে একটি ভূট্টা ক্ষেতে নিয়ে হত্যা করে ঘাতক স্বামী হাবিবুর রহমান।
নিহতের ছোট বোন জানান,বড় বোন বিউটিসহ এক সাথে রাতে ঘুমাই।গভীর রাতে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুজি শুরু করি।এসময় পার্শ্ববর্তী একটি ভূট্টা ক্ষেতে আওয়াজ শুনে বাড়ীর লোকজনসহ বিউটি বেগমকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখি।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বুধবার(৩ জুন) বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাজু সরকার বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।