রাজশাহীর গোদাগাড়ীতে সুমা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমা ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। সে বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিল সুমা। ওই সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় রাতেই সুমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সুমার বাবা সালাহ উদ্দিন খান বলেন, বখাটেরা তার মেয়েকে এসিড নিক্ষেপ করেছে। সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। গত কয়েক দিন থেকে একটি অপরিচিত ফোন নম্বর থেকে তার মেয়েকে বিরক্ত করা হচ্ছিল। তিনি বখাটেদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।