রাজশাহী সিটি নির্বাচনে বিশাল ব্যবধানে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ১৫৫ কেন্দ্রের সবক’টির ফলাফল ঘোষণা অনুসারে নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট।
ব্যবধান বড় হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে চমক দেখিয়েছেন মাঝপথে ভোট বর্জন করা ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম। তার মোট ভোটসংখ্যা ১৩ হাজার ৪৮৩।
২০০৮ সালে প্রথমবার রাজশাহীর মেয়র নির্বাচিত হয়েছিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।। মাঝে ২০১৩ সালের নির্বাচনে হোঁচট খেলেও সদর্পে তিনি ফিরে আসেন ২০১৮ সালে। একদিকে নগর উন্নয়নে তার অতীত রেকর্ড, অন্যদিকে বিএনপির ভোটে না থাকা- দুয়ে মিলে আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থীর ব্যাপারে দুশ্চিন্তা ছিল না বললেই চলে। ফলাফলে দেখা গেল তারই প্রতিফলন।
এবারের নির্বাচনে ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২২ জন আওয়ামীপন্থী, ৭ জন বিএনপিপন্থী ও একজন ওয়ার্কার্স পার্টির নেতা বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি কেউই।