![99](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/02/99-4.jpg)
গত ৩১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ২০.৫০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব এর নেতৃতে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ৪৩/সি দক্ষিন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রফিকুল (৪০), ২। আব্দুল হালিম (৩৫), ৩। শহিদুল ইসলাম (৩৭) ও ৪। রফিকুল ইসলাম (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১ টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ৫০ পিস কার্ড (তাস) এবং নগদ ৬০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।