র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৬.৫০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মনির হোসেন (৪৮), থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, ২। মোঃ লাবলু সরদার (২৩), থানা- কালকিনি, জেলা- মাদারীপুর, ৩। মোঃ সিদ্দিকুর রহমান (৫০), থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, ৪। মোঃ মমিন রেজা (২৮), থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ৫। মোঃ রানা (৩৪), থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ৬। মোঃ মামুন (৩২), থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, ৭। মোঃ বেল্লাল (৩৬), থানা- কালকিনি, জেলা- মাদারীপুর, ৮। শাহ আলম (৩৮), থানা- হাইমচর, জেলা- চাঁদপুর, ৯। মোহর আলী খান ইমরান (৩০), থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ, ১০। মোঃ কামাল (৩২), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ১১। মোঃ নজরুল ইসলাম (৪৮), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ ১২। মোঃ বাদল খান (৩৫), থানা- কালকিনি, জেলা- মাদারীপুর, ১৩। জাহিদুল ইসলাম (৩৮), থানা- বরুরা, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১৩ টি মোবাইল ফোন, ৬০০ পিস কার্ড (তাস) ও নগদ ২৫,৭২৫/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।