র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রæয়ারী, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩.৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৬,৬০০ (ছয় হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম সজল (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৩ টি মোবাইল ও নগদ ২,৬৪৫/- (দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।