রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকার বেলতলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
কল্যাণপুর ৯ নং বস্তিতে আগুন লাগে। রোববার (২০ মার্চ) সন্ধ্যার কিছু পরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
২০১৬ থেকে এখন পর্যন্ত অন্তত ৯বার এই বস্তিতে আগুন লাগে। বস্তিটিতে প্রায় ৮শ ঘর রয়েছে। অন্তত চার হাজার মানুষ এই বস্তিতে বাস করে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সংবাদ পেয়েছে ৮টা ৫০ মিনিটে। ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
Drop your comments: