র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ফেব্রæয়ারী ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৮:৪৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মুন্সীখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নজরুল ইসলাম (৫০), ২। মোঃ সেন্টু সরদার (৪২), ৩। মোঃ কালাম (৪৮), ৪। মোঃ মহসীন (৩৫) ও ৫। মোঃ মানিক হোসেন (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১ সেট ও খোলা অবস্থায় ১০৪(একশত চার) পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৬টি মোবাইল ফোন ও নগদ ৭,৬১০/-(সাত হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ অনুমান ২১:১০ ঘটিকার সময় র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাহজাহান (৫০), ২। মোঃ দুলাল (৪৮), ৩। মোঃ জসিম উদ্দিন (৪৮) ও ৪। মোঃ বাবু (৩৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস জুয়া খেলার কার্ড(তাস), ০৪ টি মোবাইল ফোন ও নগদ ১৭,৮৩০/- (সতের হাজার আটশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।