আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারজাতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার সকাল ১১টায় মোহাম্মদপুর ঢাকা উদ্যান ডি ব্লকের ১ নম্বর রোডের ৫২ নম্বর বাসায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান জোনের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় ৪০ লাখ টাকার জাল নোটসহ চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন- রফিকুল ইসলাম শাকিল (৩৮), রিয়াজ (২৭), মনির হোসেন (৩০) ও বিউটি আক্তার (৩৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, কুরবানির বাজারকে সামনে রেখে একটি চক্র জাল টাকার বাজারজাত করতে সক্রিয়- এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে একটি চক্রের সন্ধান পেয়ে আজকে (বৃহস্পতিবার) অভিযান চালানো হয়। অভিযানে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় চক্রের চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মুজিব পাটোয়ারী বলেন, আজকে ঢাকা উদ্যান থেকে ডিবি পুলিশ ৪০ লাখ জাল টাকা উদ্ধারসহ চারজনকে আটক করেছে। ডিবি পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।