অদ্য ১৯/০৪/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০০.৪৫ ঘটিকায় র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন অমৃতপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২ টি মোবাইল ফোন ও ১,৫৫০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ১৮/০৪/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) পুরিয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ৭৬০/- (সাতশত ষাট) টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ আনুমানিক ১৭.৪০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৩৫ (দুইশত পয়ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। ফারুক (৩০) ও ২। ইভা বেগম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ মোবাইল ফোন ও নগদ- ২৮০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার কেরাণীগঞ্জ, কদমতলী ও ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।