গত ০১/০৬/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৮৭ ক্যান বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাঁধন সরদার (৪৮) ও ২। মোঃ রহিম চৌকিদার (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা- ১৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ২১.২৫ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ১৫ নং আব্দুল গনি রোডের নগর গনপুর্ত বিভাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৪ (চব্বিশ) পিস প্যাথিডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে নগদ- ৪৮০/- (চারশত আশি) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও শাহবাগ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।