কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে শোক র্যালি করছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই শোকর্যালি শুরু হয়। শোক র্যালিটি ছিল লোকে লোকারণ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শোক র্যালিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। শোক র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, রফিকুল আলম মজনু, আনিমুল হক, শামীমুর রহমান শামীম প্রমুখ।
Drop your comments: