রাজধানীর কদমতলীর পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে শারমিন বাশার নামে (৩২) এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত রেহানা। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত শারমিনের স্বামী সৌদি প্রবাসী। সে যাত্রাবাড়ী থানার পূর্বধোলাইপাড়ে ছয়তলা ভবনের একটি বাসায় ভাড়া থাকতো। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাড়ৈইগাও গ্রামে।
তিনি আরও জানান, দুই সন্তান নিয়ে ওই বাসায় একাই বসবাস করতেন প্রবাসীর স্ত্রী। দু-দিন আগে তার দুই কন্যা সন্তান মুন্সিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার বিকাল থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা শাহজাহান বাড়িওয়ালার ছেলের মোবাইল ফোনে ফোন দিয়ে তাকে দেখতে বলেন। বাড়িওয়ালার ছেলে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। জানালা দিয়ে দেখতে পান সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে তার পরিবার ও কদমতলী থানা পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটির শরীরের পচন ধরে গিয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করছি- পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।